• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৫:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৫:২০ পিএম

সাকিব না চাইলে তরুণ কাউকে অধিনায়ক করা হবে : সুজন

সাকিব না চাইলে তরুণ কাউকে অধিনায়ক করা হবে : সুজন
ফাইল ছবি

চট্টগ্রাম টেস্টের পর সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান জানিয়েছিলেন অধিনায়কত্ব না করতে হলেই তার জন্য ভালো হবে। এ নিয়ে পরবর্তিতে মুখ খুলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছিলেন, সাকিব এখনও বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, জানালে তারপর বোর্ড সিদ্ধান্ত নিবে। 

বোর্ড সভাপতি এটাও জানিয়েছিলেন তাদের হাতে এখন সাকিবের চেয়ে ভালো কেউ নেই। এই পরিস্থিতিতে টেস্ট অধিনায়কত্ব ইস্যূতে এক সংকটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। এবার সাকিবের অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন বোর্ড পরিচালক ও বাংলাদেশ দলের সাবেক ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘সাকিব অন দ্য ফিল্ড খুব ভালো অধিনায়ক। তার মাথা যে কারো চেয়ে ভালো। আকারে ইঙ্গিতে অনেকে মাশরাফির চেয়েও ভালো বলেন। কোনো যুক্তিতর্ক ছাড়াই পারফরমার হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা। তার চেয়ে ভালো আছে বলে আমার জোনা নেই।কিন্তু আমার তো মনে হয়, আমাদের অধিনায়ক সাকিবের চেয়ে পারফরমার সাকিবের বেশি দরকার। কাজেই সাকিব অধিনায়কত্বটা উপভোগ না করলে বিকল্প খোঁজা যেতেই পারে।’

কিন্তু সাকিব যদি অধিনায়কত্ব না করেন, তাহলে কার উপর দেয়া হবে অধিনায়কত্বের দায়িত্ব? তরুণ কাউকেই অধিনায়ক হিসেবে দেখতে চান সুজন। তিনি বলেন, ‘সাকিব-মুশফিক যখন অধিনায়ক হয়েছিল তখন তাদের বয়স ছিল কত? ২২-২৪ বছর। এখন ওই বয়সের কাউকে অধিনায়ক করলে ক্ষতি কী? আমার মনে হয় না বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সিটা খুব বেশি বড় ব্যাপার না। আমরা এখনও এমন দল হইনি যে অধিনায়কই একা টেনে নিয়ে যাবে। বরং আমাদের দরকার ভালো ক্রিকেটার।’

এমএইচবি

আরও পড়ুন