• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৪:৫২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১, ২০১৯, ০১:৫৮ পিএম

‘ফাহিম স্যার’কে রাখতে চায় বিসিবি

‘ফাহিম স্যার’কে রাখতে চায় বিসিবি
ফাইল ছবি

দেশের ক্রিকেটের সময়টা একদমই ভালো যাচ্ছে না। সেটা মাঠ কিংবা মাঠের বাইরে, যেখানেই হোক না কেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট হারার পর ত্রিদেশীয় সিরিজেও তাদের কাছে হেরে গেছে বাংলাদেশ। 

এর মধ্যেই মাঠের বাইরে এলো আরও একটি দুঃসংবাদ। দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান কোচ নাজমুল আবেদীন ফাহিম। এই মাসের শুরুতে বিসিবিতে পদত্যাগ পত্র জমা দেন তিনি। 

তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন ফাহিমকে রেখে দিতে চায় বিসিবি। তিনি বলেন, ‘ফাহিম ভাই তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বোর্ডেরও কিছু প্রক্রিয়া আছে। আমাদের তরফ থেকে তাঁকে বলা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। প্রধান নির্বাহী হিসেবে তাঁকে আমি বলেছি। তাঁর মতো অভিজ্ঞ একজনকে রেখে দিতে আমাদের চেষ্টা থাকবেই। তবে এখানে তাঁরও আগ্রহ থাকতে হবে। সবারই ব্যক্তিগত চাওয়া থাকে। তিনি হয়তো এটা সেভাবে চিন্তা করছেন না।’  

এমএইচবি

আরও পড়ুন