• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৯:১৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৯:১৪ পিএম

মেহেদী-রনির বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

মেহেদী-রনির বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক
ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ না পেরোতেই ইতোমধ্যে তিনবার পরিবর্তিত হয়েছে স্কোয়াড। কাজের কাজ হয়নি কিছুই। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো রকমে জিতলেও, আফগানিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 

যেখানে তিন নতুন মুখ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত এর সঙ্গে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম। দলে কেনো এতো পরিবর্তন আনা হলো এ নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন কোচের চাহিদাতেই দলে এতো পরিবর্তন। 

তিনি বলেন, ‘নতুন কোচ আরও কয়েকজন ক্রিকেটারকে দেখতে চেয়েছেন। সে জন্যই স্কোয়াডে এতগুলো বদল করা হয়েছে।’

প্রথম দুই ম্যাচের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি আবু হায়দার রনি ও শেখ মেহেদী হাসানের। তাদের বাদ পড়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘মঙ্গলবার তারা এইচপি দলের হয়ে ভারত সফরে যাচ্ছে, তাই তাদের রাখা হয়নি। যেহেতু টি-টোয়েন্টি খেলা, কাজেই বড় স্কোয়াড করার দরকার নেই।’

এমএইচবি

 

আরও পড়ুন