• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৭:৫৬ পিএম

ফরম্যাট অনুযায়ী ক্রিকেটার তুলে আনতে হবে-ফারুক

ফরম্যাট অনুযায়ী ক্রিকেটার তুলে আনতে হবে-ফারুক
সংগৃহীত ছবি

বিশ্বকাপ দিয়ে শুরু এরপর শ্রীলঙ্কা সিরিজ থেকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট কিংবা ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ যেন নিজেদের মেলে ধরতে পারছে না কিছুতেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে ফরম্যাট অনুযায়ী আলাদা ক্রিকেটার তুলে আনতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

তিনি বলেন,‘আমরা যদি গত এক-দেড় বছর দেখি, তাহলে কত ক্রিকেটার খেলেছে সেটা কিন্তু আমরা বলতে পারব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বিশ্বাস করি, ফরম্যাটের ভিত্তিতে ক্রিকেটার উঠিয়ে আনতে হবে। আপনি যদি দেখেন আফগানিস্তান, দুই-তিন বছরে ওরা যা উন্নতি করেছে তা অসাধারণ। তাদের ১৩ জন টি-টুয়েন্টি ক্রিকেটার এসেছে। টেস্ট আর টি-টুয়েন্টি দলে মাত্র তিনজন একই প্লেয়ার- রশিদ, নবি আর আসগর।’

‘ওরাও কিন্তু এই ধারাটা ধরেছে যে কোন ফরম্যাটে কাকে খেলাতে হবে। আর আমি নিশ্চিত যে ছেলের প্রতিভা আছে সে কয়েক ফরম্যাটে খেলতে পারে। যেমন কালকে একজন লেগ স্পিনারকে দেখেছি। তার কিন্তু সেভাবে কোনো পরীক্ষা দিতে হয়নি। সে প্রতিভাবান, কিন্তু তার প্রতিভাকে আমাদের খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তাকে ঘরোয়াতে সব ম্যাচ খেলাতে হবে, দুর্বল প্রতিপক্ষের সাথে চার দিনের ম্যাচ খেলাতে হবে। এখন তাকে যদি পরের ম্যাচে আমরা দেখি খুব ভালো করল না, এরপর তাকে বাদ দেই। সে কিন্তু ভালো কিছু করতে পারবে না।’ 

অনেকটা অভিমান নিয়েই প্রধান নিবার্চকের দায়িত্ব ছেড়েছিলেন ফারুক আহমেদ। এই সিদ্ধান্তের কারণও জানিয়েছেন তিনি। ফারুক বলেন, ‘আমি যখন ইস্তফা দিয়েছি তখন নির্বাচক ছিল দুইজন, সাথে খালেদ মাহমুদ সুজন ছিল ম্যানেজার হিসেবে নির্বাচক। তারপর সমন্বয়ের জন্য পরিচালনা বিভাগের প্রধান থাকবেন নির্বাচক। নির্বাচক তো আসলেই অনেকজন, একজন তো না। বিষয়টা ইতিবাচক হলে আমি থাকতাম। তবে এই নিয়ম কাজ করবে না আসলে। কেননা যখন ভালো করবে তখন কেউ কৃতিত্ব নেয়ার চেষ্টা করবে। আবার যখন খারাপ করবে তখন একে অপরের দিকে আঙুল তুলবে।’ 

এমএইচবি

আরও পড়ুন