• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৯:০২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৯:০৫ পিএম

পাকিস্তানে খেলতে যাবে অস্ট্রেলিয়া

পাকিস্তানে খেলতে যাবে অস্ট্রেলিয়া
সংগৃহীত ছবি

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর হামলার পর থেকে জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলই পাকিস্তান সফর করতে যায়নি। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে, তবে এই সফর থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন লাসিথ মালিঙ্গা- অ্যাঞ্জেলা ম্যাথুউস সহ দশ ক্রিকেটার। 

খেলতে যাওয়ার আগেই হুমকি দেয়া হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের হামলার ব্যাপারে। এরই মধ্যে জানা গেলো পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গত মঙ্গলবার একদিনের সফরে পাকিস্তান যান রবার্টসন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শেন ক্যারোল। 

সেখান থেকে ফিরে রবার্টসন জানান, ‘২০২২ সালে জাতীয় দল পাকিস্তান সফরে যাবে বলে আশা করছি। তবে এ বিষয় নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। এই সফরের উদ্দেশ্য ছিলো নিরাপত্তার পুরো বিষয়টা জানা এবং তারা যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে সেগুলো দেখা। এছাড়া দুই বছর পর আমাদের ক্রিকেটারদের এবং কোচিং স্টাফের সদস্যদের নিরাপত্তার বিষয়ে আমাদের চাহিদাও তাদের জানিয়েছি। আমরা সফরের কয়েক মাস আগে থেকে নিরাপত্তা নিয়ে প্রেসার কুকারের মতো পরিস্থিতিতে থাকতে চাই না।’

এমএইচবি

আরও পড়ুন