• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৯:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৯:৩৯ পিএম

সারা রাত ঘুমাতে পারিনি: আমিনুল

সারা রাত ঘুমাতে পারিনি: আমিনুল
সংগৃহীত ছবি

আমিনুল ইসলাম বিপ্লব, হঠাৎ করেই সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ দলের স্কোয়াডে। সুযোগ পাওয়ার পরের ম্যাচেই খেলে ফেলেছেন নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচও।  নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে কোনো রান করতে না পারলেও, বল হাতে ৪ ওভার করে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট। বহু আরাধ্য লেগ স্পিনারকেও তার মধ্যে দেখতে পেয়েছেন অনেকে। 

প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়ে কেমন লেগেছিল আমিনুলের? চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলের লবিতে হাতে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে আমিনুল জানালেন সেদিন রাতে ঘুমাতে পারেননি তিনি। 

আমিনুল বলেন ‘দ্বিতীয় ম্যাচ শেষে সোহেল স্যার (দলের সহকারী কোচ সোহেল ইসলাম) আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে বললেন, তুই কি কিছু জানিস? বললাম, না স্যার কিছু তো জানি না। এরপর তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে অপেক্ষা কর, এরপর ভালো একটা সংবাদ পাবি। সাব্বির ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান) আমাকে ফোন দিয়ে বললেন, অভিনন্দন! তোমাকে জাতীয় দলে ডাকা হয়েছে। খুশিতে সারা রাত ঘুমাতে পারিনি।’

আগের দিন অনুশীলনে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। একটা বল ঠিক জায়গায় ফেলতে পারলেও, পরেরটা ফেলতে পারছিলেন না জায়গা মতো। তবে ম্যাচের দিন তেমনটা দেখা যায়নি। এর জন্য আমিনুল ‍কৃতিত্ব দিচ্ছেন দুই অভিজ্ঞ সতীর্থ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে। 

তিনি বলেন, ‘সত্যি বলতে কী, ম্যাচের শুরুর দিকে একটু নার্ভাস ছিলাম। তবে পাশ থেকে যখন অভিজ্ঞ সতীর্থরা সমর্থন করেন এবং বলেন যে তোর কিছুই হবে না, চিন্তার কিছু নেই। তুই তোর স্বাভাবিক খেলাটা খেলে যা, বিশেষ করে সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের মতো বড় খেলোয়াড়েরা। তখন আসলে আত্মবিশ্বাস এমনি চলে আসে। আমি শুধু এটা ধরে রাখার চেষ্টা করেছি।’

এমএইচবি

আরও পড়ুন