• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৫:১৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৫:১৭ পিএম

‘আত্মবিশ্বাস বাড়াতে জয় দরকার’

‘আত্মবিশ্বাস বাড়াতে জয় দরকার’
ছবি: বিসিবি

ফাইনালের দুই দল নিশ্চিত হয়ে গেছে সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই। ত্রিদেশীয় সিরিজে প্রথম তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের; ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ ও আফগানিস্তান। যে কারণে কেবলই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে শুক্রবার আফগানিস্তান- জিম্বাবুয়ে এবং শনিবারের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। 

তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হালকাভাবে নেয়ার সুযোগ নেই বাংলাদেশের। সর্বশেষ চার টি-টুয়েন্টিতে আফগানদের বিপক্ষে জয় পায়নি টাইগাররা। ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়াতে তাই আফগানিস্তানের বিপক্ষে জয় চান পেসার শফিউল ইসলাম। 

তিনি বলেন,‘আমার মনে হয় যে (শনিবার) প্রস্তুতিটা ভালোভাবে নেয়ার একটা সুযোগ থাকবে। কালকের ম্যাচটাও আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি ভালো খেলি, ইতিবাচক ফল পাই তাহলে এটা থেকে সবার আত্মবিশ্বাস বাড়বে। এছাড়া জেতার অভ্যাসটাও সবার জন্য বড় একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ফাইনালের জন্য।’

নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে শফিউল বলেন, ‘টুর্নামেন্ট চলার সময় কোচরা খুব বেশি পরিবর্তন আনার চেষ্টা করেন না। আমার লেন্থ যেন ভালো হয় এবং যেটা করি তা যেন নিখুঁত থাকে সেটায় জোর দিয়েছেন তিনি (ল্যাঙ্গেভেল্ট)।’

এমএইচবি

আরও পড়ুন