• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:১৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:১৫ এএম

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ

ভুটানকে হারিয়ে জয় পেল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে জয় পেল বাংলাদেশ
ভুটানকে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। ফটো : বাফুফে

কাতারে চলমান এএফসি অনূর্ধ্ব- ১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে সুমনের ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সাইফুল ইসলাম সাঈদ। 

বিরতির পর খেলার ৫০ মিনিটের সময় কেলজাং জিগমের নেয়া শট ভুটানের এক খেলোয়াড়ের শরীরে লেগে জালে প্রবেশ করলে আত্মঘাতী গোলের সুবাদে দুই গোলের লিড পায় লাল-সবুজের দল। এক মিনিট পরই অফসাইডের ফাঁদ ভেঙে রক্ষণভাগকে গতিতে পেছনে ফেলে গোলরক্ষককে বোকা বানিয়ে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন মঈন।

এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ লড়াই করে ২-০ গোলে হেরে যায় শক্তিশালী কাতারের কাছে। আগামী ২২ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন।

আরআইএস 

আরও পড়ুন