• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৯:২৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৯:২৮ এএম

আফগানদের বিপক্ষে ২ পরিবর্তন আনছে বাংলাদেশ?

আফগানদের বিপক্ষে ২ পরিবর্তন আনছে বাংলাদেশ?
বাংলাদেশ ক্রিকেট দল। ফটো : বিসিবি

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের লীগ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলা বাংলাদেশ এবং আফগানিস্তান। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ফাইনালের আগে আফগানিস্তানকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় টাইগাররা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। গাজী টিভি খেলাটি সরাসরি দেখাবে। এছাড়া অনলাইনে র‍্যাবিটহোলে দর্শকরা খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন।  

ফাইনালের ড্রেস রিহার্সাল হয়ে ওঠা এই ম্যাচে জিততে বাংলাদেশ কতটা বদ্ধপরিকর হয়ে আগে, তা গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত হওয়ার পরই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু র‌্যাঙ্কিংয়ে তারা আমাদের চেয়ে এগিয়ে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তারা ভালো দল। আমরা যেন সেরা পারফরম্যান্স দিয়েই যেন ম্যাচটা খেলতে পারি, সে চেষ্টাই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা জিতে সেই আত্মবিশ্বাস নিয়ে যেন ফাইনালে যেতে পারি।

গতকাল অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসার শফিউল ইসলাম বলেন, ভালো খেলতে পারলে সেটি থেকে আমাদের সবার আত্মবিশ্বাস বাড়বে। জয়ের অভ্যাসটি আমাদের ফাইনালে ভালো খেলতে সহায়তা করবে। আমরা যদি আমাদের ভুলগুলো শোধরাতে পারি, নিজেদের কাজটি সবাই ঠিক মতো করতে পারি, শতভাগ দিতে পারি, তাহলে ওদের হারানো সম্ভব।

আফগানিস্তানকে হারাতে মরিয়া বাংলাদেশ দলে আজ অবধারিতভাবেই একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। হঠাৎই স্কোয়াডে ডাক পাওয়া আমিনুল ইসলাম বিপ্লবের  লেগ স্পিনে অনেকেই মুগ্ধ হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচেই অভিষিক্ত হওয়া বিপ্লব ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন। ম্যাচ চলাকালীন হ্যামিল্টন মাসাকাদজার এক শট ফেরাতে যেয়ে বাম হাতের তালুতে চোট পান তিনি। যার কারণে তার হাতে তিনটি সেলাইও লেগেছে। এই ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বিপ্লবের না খেলাটা প্রায় নিশ্চিত। 

বিপ্লবের জায়গায় কে দলে ঢুকছেন তা এখনো নিশ্চিত নয়। একজন স্পিনার খেলানোর কথা টিম ম্যানেজমেন্ট চিন্তা করল আবারো একাদশে আসতে পারেন তাইজুল ইসলাম। তবে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর কথা বিবেচনায় থাকলে আবারো সুযোগ পেয়ে যেতে পারেন অফ ফর্মে থাকা সাব্বির রহমান। 

ওপেনিংয়ে আবারো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত ১১ রানের বেশি করতে পারেননি। টি-টুয়েন্টিসুলভ ব্যাটিং করতে না পারায় তার পরিবর্তে আজ নাঈম শেখের অভিষেক হয়ে যেতে পারে। তবে মাত্র এক ম্যাচ খেলিয়ে শান্তকে বাদ না দিয়ে তাকে আরেকবার সুযোগ দিয়েও দেখার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম/সাব্বির রহমান, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন