• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৯:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৯:৫৬ পিএম

ইয়েমেনের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ইয়েমেনের কাছে হেরে বিদায় বাংলাদেশের
সংগৃহীত ছবি

ইয়েমেনের কাছে ৩-০ গোলে হেরে ২০২০ সালের এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের কাছে ২-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-০ গোলে জয় পায়।

ভুটানকে হারিয়ে পাওয়া ৩ পয়েন্টে পাওয়ায় বাংলাদেশ ‘ই’ গ্রুপে ছিল তৃতীয় স্থানে। বাছাই পর্ব পেরোনোর স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইয়েমেনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। কিন্তু এমন ম্যাচে খেলতে নেমে প্রথমার্ধে কোনো গোল না খেয়েও শেষ পর্যন্ত আর জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। 

প্রথমার্ধে বাংলাদেশের সামনে সুযোগ ছিল এগিয়ে যাওয়ারও। সাইফুল ইসলাম সাঈদের শট এক ডিফেন্ডার হেড করার পর ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আলি হাসানের শট এক জনের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সতীর্থের ক্রসে পাওয়া বল নিখুঁত শটে জালে জড়িয়ে ইয়েমেনের জয় নিশ্চিত করেন হামজা আহমেদ। এরপরই আলি হাসানের শট কাছের পোস্টে লেগে ফিরলে ব্যবধান আর বাড়েনি। 

এমএইচবি

আরও পড়ুন