• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:১১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:১২ পিএম

ফাহিমের জোড়া গোলে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের 

ফাহিমের জোড়া গোলে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের 
সংগৃহীত ছবি

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ সাফে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন ফাহিম হোসেন, বাকি এক গোল এসেছে আত্মঘাতি থেকে। 

খেলার সময় এক মিনিট পেরোনোর আগেই লিড পায় বাংলাদেশ। বাংলাদেশের নেয়া কর্নার কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন শ্রীলঙ্কান ডিফেন্ডার। ম্যাচের তখন মাত্র ৩৬ সেকেন্ড। শুরুতে লিড পেয়ে মানসিকভাবে উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। 

একের পর এক আক্রমনে শ্রীলঙ্কান ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন বাংলাদেশের ফুটবলাররা। তবে দারুণ দক্ষতায় সেসব ফিরিয়ে দেন লঙ্কান ফুটবলাররা। প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।

বিরতির পরও গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ম্যাচের ৭৬তম মিনিটে দুই গোলের লিড এনে দেন ফাহিম। এসময়ে কর্ণার পায় বাংলাদেশ, তা ফিরিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি লঙ্কান ডিফেন্ডাররা। ডি-বক্সের বাইরে থেকে ফাহিমের নেয়া বুলেট গতির শট আটকাতে ব্যর্থ হন তারা।

দশ মিনিট পর ডি-বক্সের বাঁ-পাশ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় ভেতরে ঢুকে জোড়াল শট নেন ফাহিম। নিজের জোড়া গোলের সঙ্গে নিশ্চিত করেন দলের জয়ও। 

এমএইচবি

আরও পড়ুন