• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০২:৪২ পিএম

ফিল্ডার লিটনের কারণেই গ্লাভস হাতে মুশফিক

ফিল্ডার লিটনের কারণেই গ্লাভস হাতে মুশফিক
মুশফিকুর রহিমকে উইকেট কিপিং অনুশীলন করাচ্ছেন ডমিঙ্গো- ছবি: বিসিবি

ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সক্ষমতা নিয়ে কারো সন্দেহ নেই এতটুকুও। তবে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের প্রসঙ্গ এলেই উপস্থিত হয় নানা প্রশ্নের। উইকেটের পেছনে মুশফিক যে বড্ড নড়বড়ে তা আর বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে তাকে সহ্য করতে হচ্ছে নানা সমালোচনার। 

তবুও উইকেট রক্ষকের দায়িত্ব ছাড়তে নারাজ মুশফিকুর রহিম। বরাবরই বলে এসেছেন উইকেটের পেছনে থাকা তাকে ব্যাটিংয়ে সহায়তা করে। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে বারবার একই ভুল করায় তার উপর রীতিমতো ক্ষুব্দ সমর্থকরা। এবার বাংলাদেশ দলের নতুন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন- মুশফিকের চেয়ে লিটন ভালো ফিল্ডার। এই কারণেই উইকেটরক্ষকের ভূমিকায় আছেন মুশফিক। 

ফাইনালেও মুশফিক উইকেট কিপিং করবেন জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘লিটন দাসের ফিল্ডিংয়ে আমরা মুগ্ধ। সে দারুণ একজন ফিল্ডার। আমি মনে করি সে মুশির  চেয়ে ভালো ফিল্ডার। আমার কাছে মাঠে কয়েকজন ভালো ফিল্ডার থাকা খুব গুরুত্বপূর্ণ। মাঠে লিটন, আফিফ, শান্তর মতো ফিল্ডাররা যে ৫-৬ রান বাচিয়ে দেয় সেটা খুবই গুরুত্বপূর্ণ।’

মুশফিকের উইকেট কিপিং অধিনায়ককেও সহায়তা করে বলে জানিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন ‘এটা একটা কারণ যে লিটন দারুণ এক ফিল্ডার। মুশফিক কয়েকটা সুযোগ মিস করেছে। তবে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। উইকেটের পেছনে থেকে সে বেশ ভালো ভিউ পায় মাঠের। যা দিয়ে সে ক্যাপ্টেনকে সাহায্য করতে পারে।’

এমএইচবি

আরও পড়ুন