• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৫:২১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৬:০৭ পিএম

ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ 

ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ 
খেলা শেষে ভারতের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন শেষে মাঠ ত্যাগ করছে বাংলাদেশের ফুটবলাররা। ফটো : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে জয় পায় লাল-সবুজের দল।   

সোমবার (২৩ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দল কেউ কাউকে ছাড় দিতে নারাজ ছিল। তবে শেষ পর্যন্ত কেউই লক্ষ্যভেদ করতে না পারায় খেলাটি অমীমাংসিতভাবেই শেষ হয়। 

এই প্রতিযোগিতার গত দুই আসরে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০১৫ সালে সেমিফাইনালে টাইব্রেকারে জিতেছিল ভারত। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
 
আরআইএস 

আরও পড়ুন