• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১, ২০১৯, ০৪:৩৫ পিএম

একশ বলের ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে সাকিব 

একশ বলের ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে সাকিব 
একশ বলের ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে নাম আছে সাকিব আল হাসানের। ফাইল ছবি 

ক্রিকেটের দৈর্ঘ্য দিন দিন কমেই আসছে। টেস্ট, ওয়ানডে হয়ে টি-টুয়েন্টি, টি-টেনের যুগে প্রবেশ করেছে ক্রিকেট বিশ্ব। যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটের ফরম্যাট বাড়ছে। যার নতুন সংস্কারণ হিসেবে আগমন ঘটেছে হান্ড্রেড বল ক্রিকেটের। 

আগামী গ্রীষ্মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে ইংল্যান্ডে মাঠে গড়াবে আরেকটি নতুন ফরম্যাট একশ’ বলের ক্রিকেট। যার নাম দেয়া হয়েছে ‘দ্যা হান্ড্রেড’। ওই টুর্ণামেন্টের প্লেয়ার্স ড্রাফটে রয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নাম। 

দ্যা হান্ড্রেডের প্রথম প্লেয়ার্স ড্রাফট ২০ অক্টোবরে অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি প্লেয়ার নিতে ১০০ সেকেন্ড করে সময় পাবে প্রতিটা দল। সর্বোচ্চ ৩ জন করে ওভারসিজ প্লেয়ার দলে নিতে পারবে তারা।

দ্যা হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে নাম আছে যাদের-

এউইন মরগান, স্টিভ স্মিথ, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, রাশিদ খান, শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, বাবর আজম, ফাফ ডু প্লেসিস, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসন, কাইরন পোলার্ড, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা। 

এমএইচবি

আরও পড়ুন