• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ১১:১৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ১১:২৪ এএম

ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে প্রীতি ম্যাচ নভেম্বরে

ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে প্রীতি ম্যাচ নভেম্বরে
আবারো ঢাকার মাঠে দেখা যাবে মেসিদের ফুটবল শৈলী। ফটো: সংগৃহীত

আগেই জানা গিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এবার এবার নিশ্চিত হওয়া গেল, আগামী নভেম্বর মাসেই আবারো ঢাকার মাঠে দেখা যাবে মেসি-অ্যাগুয়েরোদের ফুটবল শৈলী। 

প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে! শুধু তাই নয়, এর আগে ১৫ নভেম্বর প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার একটি প্রীতি ম্যাচও ঢাকার মাটিতেই অনুষ্ঠিত হবে।

প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রীতি ম্যাচের সূচি 

বিস্ময়কর হলেও সত্যি, প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনোকিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি।  

প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে খেলতে এসেছিল মেসিরা। ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলের জয় পেয়েছিল। সেই ম্যাচে ক্ষুদে জাদুকর লিওনেল মেসির পায়ের জাদু দেখেছিলে ঢাকার দর্শকরা। 

আরআইএস 

আরও পড়ুন