• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৭:০৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০৭:০৪ পিএম

ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে আনা দরকার: ক্রীড়াপ্রতিমন্ত্রী

ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে আনা দরকার: ক্রীড়াপ্রতিমন্ত্রী
ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশজুড়ে চলছে ক্যাসিনো বিরোধী অভিযান। যেখানে দেখা গেছে দেশের ক্রীড়া ক্লাবগুলোকে ঘিরেই তৈরি হয়েছে ক্যাসিনো। দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর মধ্যেও চলছে ক্যাসিনোর রমরমা ব্যবসা। আর এ জন্যই ক্লাবগুলোকে ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে আনতে চান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন। কেনো তার মন্ত্রনালয়ের অধীনে ক্লাবগুলোকে আনা দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন রাসেল। 

তিনি বলেন, ‘অনেক বছর ধরেই ক্লাবগুলোতে নৈরাজ্য চলে আসছে। ক্লাবগুলোয় ক্যাসিনো বাণিজ্য হওয়ায় দেশের খেলাধুলার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর দায়ভার আমরা নিতে পারি না। নিতে হলে এই ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশের যে সব ক্রীড়া ক্লাব লিমিটেড কোম্পানী হয়েছে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত। আর অন্য ক্লাবগুলো নিবন্ধিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। অথচ এসব নামে ক্রীড়া ক্লাব।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই ক্রীড়া ক্লাবগুলো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত নয়, তাই আমরা এগুলোর দেখভাল করতে পারি না, করতে পারবোও না। আমি মনে করি, বিদ্যমান আইনটি পরিবর্তন করে ক্লাবগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনা দরকার। অন্তত একটি ধারাও যদি থাকে তাহলে আমরা ক্লাবগুলোকে জবাবদিহীতার অধীনে আনতে পারবো।’

আরও পড়ুন