• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ১২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ১২:০৬ পিএম

জাতীয় ক্রিকেট লীগে ম্যাচ ফি বাড়ায়নি বিসিবি

জাতীয় ক্রিকেট লীগে ম্যাচ ফি বাড়ায়নি বিসিবি

বারবার অর্থের পরিমাণ বাড়ানোর কথা বিসিবি বোলার পরেও শেষ পর্যন্ত জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২১তম আসরে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়নি। দৈনিক ভাতা (ডিএ) এবং ভ্রমণ ভাতাতেও (টিএ) আসেনি তেমন কোনো পরিবর্তন। 

প্রথম টায়ারের দলে থাকা ক্রিকেটাররা প্রতি ম্যাচ খেলে পাবেন নগদ ৩৫ হাজার টাকা। আর দ্বিতীয় স্তরের দলে খেলে একজন ক্রিকেটার ম্যাচ প্রতি পাবেন ২৫ হাজার টাকা। এছাড়া অংশগ্রহণ ফি বাবদ প্রতি দলকে দেয়া হবে ৬ লাখ টাকা। 

এছাড়া, প্রথম টায়ারের শিরোপা জয়ী দল পাবে ২০ লাখ টাকা। দ্বিতীয় টায়ারের সেরা দল পাবে ৫ লাখ টাকা। প্রথম টায়ারের রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা, দ্বিতীয় টায়ারের দ্বিতীয় সেরা দলের জন্য নেই কোনো আর্থিক পুরস্কার।

প্রথম স্তরের প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ২৫ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা পাবেন ১ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা উইকেট শিকারী পাবেন ৭৫ হাজার টাকা করে। প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৮০ হাজার টাকা বোনাস।

দ্বিতীয় স্তরে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা পাবেন ৫০ হাজার টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা উইকেট শিকারী পাবেন ৫০ হাজার টাকা করে। প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৭৫ হাজার টাকা বোনাস।

আরআইএস 
 

আরও পড়ুন