• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০২:২৯ পিএম

মেসিদের ঢাকায় আসা নিয়ে দশদিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে

মেসিদের ঢাকায় আসা নিয়ে দশদিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে
মেসিদের ঢাকায় আসা নিয়ে দশদিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। ছবি: সংগৃহীত

হঠাৎই ফুটবল পাড়ায় সরগোল ফের মেসিদের ঢাকায় আসা নিয়ে। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানায় যে নভেম্বরে দুইটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে তারা। যার মধ্যে আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে। 

আগে আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার ব্যাপারে চেষ্টা চালানোর কথা জানালেও প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ঘোষণার পর বাফুফে কিছু নিশ্চিত করছে না। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দশ দিন সময় চেয়েছেন।  

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তারাও আগ্রহী, আমরাও আগ্রহী। তিনটি বিষয় নিয়ে এখনো আমরা কাজ করছি। এর মধ্যে অন্যতম দুটি বিষয় অর্থ ও নিরাপত্তা। আশা করি ১০ দিনের মধ্যেই চূড়ান্ত কিছু বলতে পারব।’

আরও পড়ুন