• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০৯:০৭ পিএম

ঘরের মাঠে হোয়াইট ওয়াশ বাংলাদেশের মেয়েরা

ঘরের মাঠে হোয়াইট ওয়াশ বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। ফলে তিন ম্যাচ সিরিজের সবগুলোতে হেরে হোয়াইট ওয়াশ হলো সালমারা। মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় নারী ‘এ’ দল।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৪ ওভার চার বল খেলে মাত্র ১২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। একমাত্র সানজিদা ৮৭ বলে ৪৪ রান করে কিছুটা লড়াই করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। কিন্তু এই দুই জন বাদে বাকিরা ব্যর্থ হলে বড় সংগ্রহ গড়া হয়নি বাংলাদেশের।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। ওপেনার ভাটিয়ার ৯১ বলে ৪৮ রান ও দেবিকার ৭৩ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল হাতে বাংলাদেশের খাদিজা-তুল-কুবরা ও শায়লা শারমিন ১টি করে উইকেট তুলে নিয়েছেন। 

এমএইচবি

আরও পড়ুন