• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০২:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০২:৫৬ পিএম

‘উনারা খেলা দেখেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি’

‘উনারা খেলা দেখেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি’
জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুমিনুল হক ও মোহাম্মদ মিথুন। ছবি: সংগৃহীত

জাতীয় দলের ত্রিদেশীয় সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় ‘এ’ দলের খেলা দেখতে গিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। যেখানে ক্রিকেটারদের পারফরম্যান্সের সঙ্গে তাদের নজরে ছিল অ্যাপ্রোচও। খেলা দেখলেও কোনো মন্তব্য করেননি বলেই জানিয়েছেন ওই সফরের অধিনায়ক মুমিনুল হক। 

তিনি বলেন, ‘উনারা খেলা দেখতে গিয়েছিলেন। দেখেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি। কোনো ফিডব্যাক দেননি। উনারা দেখতে গিয়েছিলেন কোন ক্রিকেটার কেমন খেলে। কার অ্যাপ্রোচ কেমন, সে কাজগুলোই করেছেন। এই কয়েক দিন প্রধান কোচের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে দলীয় পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেন তিনি। এই জিনিসটা খেলোয়াড়দের সবার মনের মধ্যে ঢুকিয়ে দিতে চান।’

শ্রীলঙ্কায় ‘এ’দলের আড়ালে ছিল বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন নিয়মিত সদস্য। মুমিনুল হক, সাদমান ইসলাম, মোহাম্মদ মিথুনদের উপস্থিতিতেও দুই আনঅফিশিয়াল টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। পাঁচটি হাফসেঞ্চুরি এলেও এর একটি মাত্র ছুঁতে পেরেছে তিন অঙ্কের ঘর। এর জন্য ব্যাটসম্যানদের রানক্ষুধার অভাবকেই দোষ দিলেন মুমিনুল।

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে রানের ক্ষুধার অভাব। ৫০ করলেই আমরা মনে করি হয়ে গেছে। একশ করলে তৃপ্তির ঢেঁকুর তুলি। এই কারণে সেট হওয়ার পরও আমরা ইনিসগুলো বড় করতে পারি না। এই সমস্যা আমারও। ১১৭ রান হওয়ার পর কেন আউট হয়ে যাব। এটাকে কেন দুইশ রানে নিয়ে যেতে পারলাম না। কারণ আমিও অল্পতেই তুষ্ট।’

এমএইচবি

আরও পড়ুন