• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০৪:২২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০১:৪২ পিএম

কাল কাতার ম্যাচ, এখনো বাফুফে ভবনের পতাকাটা ছেঁড়া

কাল কাতার ম্যাচ, এখনো বাফুফে ভবনের পতাকাটা ছেঁড়া
রোববার (৮ অক্টোবর) বাফুফে ভবনের ছাদে এভাবেই ছেঁড়া জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। ছবি: যমুনা টিভি

বাংলাদেশে খেলতে আসছে প্যারাগুয়ে-আর্জেন্টিনা। নিঃসন্দেহে সেটা দেশের ফুটবল প্রেমীদের জন্য আনন্দের সংবাদ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাদেশ সফর হয়তো পুনরায় জাগিয়ে তুলবে দেশের ফুটবলকে। তবে সে তথ্য প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন নিজেদের অফিশিয়াল টুইটার একাউন্টে নিশ্চিত করলেও বাফুফে তা নিশ্চিতে সময় চেয়েছে আরও দশদিন। 

এদিকে ইতোমধ্যেই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে কাতার। যারা আবার আগামী বিশ্বকাপের আয়োজক দেশ। তাদের বিপক্ষে বাংলাদেশের একটু ভালো খেলা হয়তো কিছুটা হলেও আনন্দ দেবে বাংলাদেশের ফুটবল প্রেমিদের।

কিন্তু বাফুফে ভবনের উপরের এই চিত্র দেখলে মর্মাহত হবেন যেকোনো বাংলাদেশিই। কাতারের বিপক্ষে ম্যাচের আগে যেখানে চারদিকে উৎসবের আমেজ। ঠিক সেই সময়েও, বাফুফে ভবনের উপরে বোববার (৮ অক্টোবর) বাংলাদেশের জাতীয় পতাকাটা দেখা গেলো ছেঁড়া। 

চারদিকে যখন এতো এতো আয়োজন। কাড়ি কাড়ি টাকা উড়ানোর প্রস্তুতি। ঠিক সেই সময়ে রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের উপরে বাংলাদেশের পতাকাটা পড়ে রয়েছে অযত্ম আর অবহেলায়। যার দিকে নজর দেয়ার যেন কেউ নেই। 

এই উদাসীন মনের ফুটবল ফেডারেশনের প্রতি সমর্থকরা বিরক্ত অনেক কারণেই। বিশ্ব ফুটবল যেই সময়ে এগিয়েছে বিদ্যুৎ গতিতে। সেই সময়ে সমান পাল্লায় পিছিয়েছে দেশের ফুটবল। সে সব হয়তো কষ্ট দিয়েছে খানিকটা তবে দেশের অন্যতম শীর্ষ এই সংস্থার ভবনের ছাদে পতাকার এমন অবহেলা চূর্ণ-বিচূর্ণ করবে যেকোনো বাংলাদেশির হৃদয়। 

এমএইচবি

আরও পড়ুন