• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০৯:২৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০৯:২৮ এএম

ইউরো বাছাইপর্ব

গোলের ধারায় রোনালদো, জয়ের ধারায় পর্তুগাল

গোলের ধারায় রোনালদো, জয়ের ধারায় পর্তুগাল
লুক্সেমবার্গের বিপক্ষে গোল করার পর উল্লাসরত ক্রিশ্চিয়ানো রোনালদো। ফটো: ইএসপিএন

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৪তম আন্তর্জাতিক গোল করার ম্যাচে ইউরো বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেল পর্তুগাল। ফিফা র‍্যাংকিংয়ের ৯৩তম স্থানে থাকা লুক্সেমবার্গকে তারা সহজেই ৩-০ গোলে হারিয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে লিসবনে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচের ১৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভার বাঁ পায়ের শটে এগিয়ে যায় স্বাগতিকরা।  

বিরতির পর ৬৫ মিনিটের মাথায় জুভেন্টাস স্ট্রাইকার রোনালদো বাঁ দিক দিয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এই নিয়ে জাতীয় দলের হয়ে শেষ তিন ম্যাচে সিআর সেভেন ৬ গোল করলেন।

এরপর খেলার ৮৯ মিনিটের সময় কর্নার কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে গেদেসের নেয়া ডান পায়ের শট প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়ে লেগে জালে জড়িয়ে গেলে পর্তুগাল তৃতীয় গোলের দেখা পায়। 

গ্রুপের আরেক ম্যাচে লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেন। 

এই জয়ের ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ইউক্রেন এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। তৃতীয় স্থানে থাকা সার্বিয়ার পয়েন্ট পাঁচ ম্যাচে ৭।

‘এইচ’ গ্রুপের ম্যাচে অলিভার জিরুডেড় একমাত্র গোলে আইসল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। আরেক ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক।

ফ্রান্স ও তুরস্কের পয়েন্ট সমান ১৮ করে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে তুর্কিরা। তিন নম্বরে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১২। ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আলবেনিয়া।

আরেক ম্যাচে মালডোভাকে ১-০ গোলে হারিয়ে ইউরো বাছাইপর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয় পেয়েছে অ্যান্ডোরা। দুই দলের পয়েন্ট সমান ৩।

আরআইএস 
 

আরও পড়ুন