• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৯, ১২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০১৯, ১২:৫৩ পিএম

ফিফা সভাপতির বাংলাদেশ সফরের দিন চূড়ান্ত 

ফিফা সভাপতির বাংলাদেশ সফরের দিন চূড়ান্ত 
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফটো: ফিফা ডট কম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একদিনের সফরে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। একদিনের সংক্ষিপ্ত সফরে তিনি বাফুফে ভবন পরিদর্শন করবেন।

জিয়ান্নি ইনফান্তিনোর বাংলাদেশ সফরের বিষয়ে কয়েকদিন আগে গণমাধ্যমকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, ফিফা সভাপতি চান ফুটবলের উন্নয়ন। তাই পিছিয়ে থাকা দেশগুলোকেও গুরুত্ব দিচ্ছেন। 

তিনি আরও জানিয়েছিলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল উন্মাদনার কথা ইনফান্তিনো পত্রিকায় দেখেছেন। তাই বাংলাদেশকে ঘিরে আগ্রহটা বেশি তার। 

গত জুন মাসে দ্বিতীয় মেয়াদে ফিফার সভাপতি হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান পদে এই সুইস-ইতালিয়ান ফুটবল কর্মকর্তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আগামী চার বছর তিনি এই দায়িত্বে থাকবেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১৮ বছর সভাপতির দায়িত্বে থাকা সেপ ব্লাটারের জায়গায় দায়িত্ব পান ইনফান্তিনো। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দেশের অংশগ্রহণের সিদ্ধান্ত প্রথম মেয়াদে তার নেয়া অন্যতম বড় পদক্ষেপ। 

আরআইএস 

আরও পড়ুন