• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০৮:০৮ পিএম

বিপিএলে যোগ্য দেশি কোচরা বিবেচনায় থাকবেন: আকরাম

বিপিএলে যোগ্য দেশি কোচরা বিবেচনায় থাকবেন: আকরাম
বিসিবির ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ছবি : সংগৃহীত

আসছে বিপিএলে নতুনত্বের যেন শেষ নেই। ফ্র্যাঞ্চাইজি বিহীন বিপিএলের সপ্তম আসরটি সম্পূর্ণভাবেই থাকবে বিসিবির নিয়ন্ত্রণে। ক্রিকেটারদের উন্নতিতে তাই, প্রত্যেক দলে একজন করে লেগ স্পিনার ও দেশি উদ্বোধনী ব্যাটসম্যান রাখা বাধ্যতামূলক করেছে তারা। 

তবে অন্য একটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং বডির সদস্য মাহবুব আনাম জানিয়েছেন, বিপিএলের সাত দলের সবগুলোতেই কোচ হিসেবে দেখা যাবে বিদেশিদের। তবে তার এই সিদ্ধান্তের পুরোপুরি বিপরীত মন্তব্য বিসিবির ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের।  

বিপিএলে দেশি যোগ্য কোচরাও বিবেচনায় থাকবেন বলে জানিয়েছেন তিনি। আকরাম বলেন, ‘সব দলে বিদেশি কোচ রাখতে হবে এ রকম কোনো কথা নেই। যে ভালো করছে, তারাও সুযোগ পেতে পারে। পুরোটাই মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে। যারা কোচ হিসেবে ভালো করছে, তাদের কথা তো আসবেই।’

দলগুলোর দায়িত্বে কারা থাকবেন এ নিয়ে তিনি বলেন, ‘অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কিছুদিনের মধ্যেই টিম সিলেক্ট থাকবে। প্রতিটি দলে একজন করে ডিরেক্টর থাকবে। এটা অফিসিয়াল নয়। আমি থাকবো কি না, জানি না।’

আরও পড়ুন