• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৯, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০১৯, ০৩:৩০ পিএম

বিপিএলে দেশি ওপেনার ও লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক

বিপিএলে দেশি ওপেনার ও লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক

বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ৪০০ বিদেশী ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে ৭ দলের কোচ হতে ১৫ বিদেশি কোচ আগ্রহী বলেও জানিয়েছে বিসিবি। 

বিপুল পরিমাণ বিদেশি ক্রিকেটারের নিবন্ধন করেছে বিপিএলের অংশ হতে। সব দলেই থাকবে বিদেশী কোচ।

এবারের আসরে দেশি ক্রিকেটারদের গুরুত্ব দেয়া হবে। ওপেনার ও লেগ স্পিনার হিসেবে প্রত্যেক দলে দেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক। তবুও বোর্ডের নিয়ন্ত্রনাধীন টুর্নামেন্টে পারিশ্রমিকের অংক কমে যাওয়ার দুশ্চিন্তা ক্রিকেটারদের থেকেই যায়। 

এদিকে আসন্ন বিপিএলে ফ্রাঞ্চাইজি না থাকায় দলগুলোর জন্য স্পন্সর খুঁজছে বিসিবি। স্পন্সরররা দলগুলোর মালিকানা পাবে না, শুধুই পৃষ্ঠপোষক হিসেবে তারা যুক্ত থাকতে পারবে এবং ক্রিকেটার নেয়ার ব্যাপারে মতামত দিতে পারবে। ৮-৯টি প্রতিষ্ঠান আগ্রহী হলেও চারটি স্পন্সরের সাথে বৈঠক করেছে বিসিবি। 

আরআইএস
 

আরও পড়ুন