• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৪, ২০১৯, ০১:১১ পিএম

বিজেপির হয়ে প্রচারণার শর্তেই বিসিসিআই সভাপতি সৌরভ?

বিজেপির হয়ে প্রচারণার শর্তেই বিসিসিআই সভাপতি সৌরভ?
প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

বিসিসিআই সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এমন খবরে এখন মুখর চারপাশ। বিনা প্রতিদ্বন্দীতায়ই ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হচ্ছেন সাবেক এই অধিনায়ক এমনটাই শুনা যাচ্ছে। প্রথমে ভারতীয় জনতা পার্টি বিজেপির সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহও প্রতিদ্বন্দীতায় ছিলেন।

তবে সমঝোতার ভিত্তিতেই তিনি সরে গেছেন। জল্পনা চলছে বিজেপির হয়ে প্রচারের ব্যাপারে সম্মতি দিয়েই কি হাওয়া নিজের দিকে ঘুরিয়েছেন সাবেক এই অধিনায়ক? কলকাতায় মমতা ব্যানার্জির আধিপত্যে কমাতে কী প্রিন্স অব কলকাতাকেই ব্যবহার করছে ভারতীয় সরকার? সৌরভ অবশ্য সেই প্রসঙ্গ উড়িয়েই দিচ্ছেন। তিনি বলছেন, ‘একেবারেই এমন কিছু নয়। কেউই এই ব্যাপারে আমাকে কিছু বলেনি।’ 

বোর্ড প্রেসিডন্ট হওয়ার সঙ্গে জাতীয় দলের অধিনায়ক হওয়াকেও তুলনা করতে চাননি সৌরভ। তাঁর মতে, ‘দেশের অধিনায়ক হওয়ার ব্যাপারই আলাদা। সেটার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। তবে আমি কখনও ভাবিনি বোর্ড প্রেসিডেন্ট হতে পারব।’

তিনি আরও বলেন, ‘বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই সময়ে প্রেসিডেন্ট হতে পারায় খুশি। কিছু করার জন্য দারুণ সুযোগ পেয়েছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক বা অন্য ভাবেই হোক, এটা মস্ত বড় দায়িত্ব। কারণ, বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা। ভারত হল ক্রিকেটের পাওয়ারহাউস। এই দায়িত্ব তাই রীতিমতো চ্যালেঞ্জিং।’

এমএইচবি

আরও পড়ুন