• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৩:৪৫ পিএম

বিসিসিআইয়ের সভাপতি হলেও ‘দাদাগিরি’ ছাড়ছেন না সৌরভ

বিসিসিআইয়ের সভাপতি হলেও ‘দাদাগিরি’ ছাড়ছেন না সৌরভ
দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

গত প্রায় এক দশক ধরে ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলায় নন ফিকশন শো দাদাগিরির উপস্থাপনা করছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার প্রানবন্ত উপস্থাপনায় ভারতের পাশাপাশি প্রোগ্রামটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশেও। 

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছেন সৌরভ। যে কারণে তাকে এখন থেকে দেখা যাবে না ধারাভাষ্য, পড়া যাবে না তার কোনো কলামও। তবে দাদাগিরিতে ঠিকই থাকছেন সবার প্রিয় ‘দাদা’। বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর ভারতীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি নিজেই। 

এ সময়ে সৌরভের কাছে জানতে চাওয়া হয়, ‘দাদাগিরির স্ক্রিপ্ট কে লেখেন?’ উত্তরে তিনি বলেন, ‘ঈশ্বর লেখেন’। মূলত উপস্থাপনার পাশাপাশি সৌরভ নিজেই পুরো অনুষ্ঠানের স্ক্রিপ্ট করেন। আর এটি পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।

এমএইচবি

আরও পড়ুন