• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২, ২০১৯, ০৭:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২, ২০১৯, ০৭:৩৭ পিএম

বাংলাদেশের এই দল ভিন্ন চোখে দেখার কোনও উপায় নেই : রোহিত

বাংলাদেশের এই দল ভিন্ন চোখে দেখার কোনও উপায় নেই : রোহিত
সংবাদ সম্মেলনে রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশের লড়াই মানেই এখন ভিন্ন রকমের আমেজ। বয়সভিত্তিক, জাতীয় দল কিংবা ক্রিকেট-ফুটবল সব জায়গাতেই প্রতিবেশি দুই রাষ্ট্রের মুখোমুখি হওয়া যেন নিয়মই হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে আরও একটি জিনিসও ঘটছে নিয়মিতই, যেকেনোভাবেই হোক বাংলাদেশ হেরে যাচ্ছে ভারতের কাছে। 

গত বছর নিদাহাস ট্রফির ফাইনালেও জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু দিনেশ কার্তিকের ঝড়ে শেষ বলে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় ভারত। এবারের চ্যালেঞ্জটা আরও বেশি। দলে নেই দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। 

তবে বিরাট কোহলি না থাকায় ভারতের টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া রোহিত শর্মা জানালেন, এই দুইজনের অনুপুস্থিতিতেও ভালো কিছু করার সামর্থ্য রয়েছে বাংলাদেশের। তিনি বলেন,‘তাদের দলের দুইজন (সাকিব-তামিম) গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। কিন্তু তাদের ভালো কিছু করার সামর্থ্য আছে এবং যে কোনও দলকে তারা হারাতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো একটা দল। আমরা দেখেছি তারা এখন কেমন প্রতিদ্বন্দ্বিতা করে- শুধু দেশেই নয়, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সবসময় আমাদের চাপে রাখে। এই দলকে ভিন্ন চোখে দেখার কোনও উপায় নেই।’

এমএইচবি

আরও পড়ুন