• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২, ২০১৯, ০৩:৪২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২, ২০১৯, ০৩:৪৪ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে রাজ্জাকের অনন্য মাইলফলক স্পর্শ

প্রথম বাংলাদেশি হিসেবে রাজ্জাকের অনন্য মাইলফলক স্পর্শ
আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

জাতীয় দলের দরজাটা অনেকটা বন্ধই ধরে নেয়া যায়। গত বছর প্রায় চার বছর পর সাদা পোশাকে মাঠে নেমেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। রঙিন পোশাকে নেমেছিলেন প্রায় পাঁচ বছর আগে। তবুও এখনো ঘরোয়া ক্রিকেটে বেশ দাপটের সঙ্গেই খেলছেন আব্দুর রাজ্জাক। 

শনিবার (২ নভেম্বর) তো নতুন এক মাইলফলকই স্পর্শ করে ফেললেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। জাতীয় লীগের চতুর্থ রাউন্ডে খুলনার হয়ে রংপুরের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েছেন রাজ্জাক। 

এই ম্যাচের আগে ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রাজ্জাকের উইকেট সংখ্যা ছিল ৫৯৪টি। মিরপুরে রংপুরের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক। তার যথার্থতাও প্রমান করেন বল হাতে একাই ছয় উইকেট তুলে নিয়ে। রংপুরের ব্যাটসম্যান রবিউলকে ৭ রানের মাথায় বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট পূর্ণ করেন আব্দুর রাজ্জাক। 

এমএইচবি

আরও পড়ুন