• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ০১:৫৯ পিএম

বাংলাদেশকে অভিনন্দন জানালেন সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশকে অভিনন্দন জানালেন সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

দিল্লিতে দূষণের মাত্রাটা বিপদ সীমা ছাড়িয়েছিল। অনেকে তো মনে করেছিলেন ম্যাচ আয়োজনই সম্ভব নয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সের মানদণ্ড অনুযায়ী, ভারতের রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, এমন পরিস্থিতি শ্বাসকষ্টসহ অসুস্থ করতে ফেলে শরীরকে।

এই পরিস্থিতিতেই রোববার অনুষ্ঠিত হয়ে গেল ভারত ও বাংলাদেশের মধ্যেকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। যেখানে ৭ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। এটাই ভারতের বিপক্ষে প্রথম সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের প্রথম জয়। 

এমন জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। ম্যাচ শেষে টুইটারে তিনি লিখেন,  ‘ধন্যবাদ দুই দলকে এমন কঠিন কন্ডিশনে এই ম্যাচটি খেলার জন্য। অভিনন্দন বাংলাদেশ।’

এমএইচবি

আরও পড়ুন