• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৪:২৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ০৪:২৭ পিএম

সুখস্মৃতি নিয়েই দিল্লি থেকে রাজকোটে বাংলাদেশ দল

সুখস্মৃতি নিয়েই দিল্লি থেকে রাজকোটে বাংলাদেশ দল
ছবি : বিসিবি

দিল্লির দূষিত বায়ূতেই কেটেছে বাংলাদেশের ক্রিকেটের সংকটের মেঘ। দিল্লির আকাশের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়া দেশের ক্রিকেটে আবারও চলে উঠেছে আশার প্রদীপ। ধীরে ধীরে চীনের মহাপ্রাচীরসম হয়ে ওঠা ভারতকে হারাতে না পারার দুঃখও কাটানো গেছে দিল্লিতে। 

ভারতের বিপক্ষে বারবার যে হবে হবে করেও না হওয়ার ক্ষত ছিল, তাতেও প্রলেপ লেগেছে ভারতের রাজধানীতে। টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে ৮-০ এর ব্যবধানটা করা গেছে ৮-১। অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেটের সবচেয়ে আধুনিক সংস্করণে প্রথমবারের মতো হারানো গেছে ভারতকে। 

এমন অসংখ্য সুখস্মৃতি নিয়েই দিল্লি ছেড়ে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের ভেন্যু রাজকোট পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে সেখানেই স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। 

সোমবার ভারতের স্থানীয় সময় দুপুর দেড়টায় রাজকোট পৌঁছায় টিম টাইগার্স। আগের রাতেই ম্যাচ খেলায় ভ্রমণের দিন অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। রাজকোটে জয় এলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ১০ নভেম্বর, নাগপুরে।

এমএইচবি

আরও পড়ুন