• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৮:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০৮:৫৭ পিএম

সাকিবের বিষয়ে বিসিবির কিছুই করার নেই : পাপন

সাকিবের বিষয়ে বিসিবির কিছুই করার নেই : পাপন
নাজমুল হাসান পাপন - ফাইল ছবি

সাকিব আল হাসানকে নিয়ে বড় একটা ধাক্কাই খেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে হঠাৎই এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইসিসি থেকে যেদিন ঘোষণা আসে, সেদিনই বিসিবি সভাপতিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন সাকিব।

তবে সেদিন কোনো প্রশ্নের জবাব দেননি কেউ। এরপর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, সাকিবের ব্যাপারে আইনি পরামর্শ নেবেন তারা। সেই বিষয়েই বুধবার (৬ নভেম্বর) মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব ইস্যুতে তাদের আর কিছুই করার নেই বলে দাবি তার।

পাপন বলেন, ‘সাকিবের বিষয়ে আসলে বিসিবির আর কিছু করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয়। বরং হিতে বিপরীত হতে পারে।’

তবে সাকিব চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাপন। তিনি আরও বলেন, ‘সাকিব চাইলে বিসিবি তাকে সবরকম সহযোগিতা করবে। সেটা বিসিবির দুর্নীতি দমন ইউনিট আর লিগ্যাল কমিটির সঙ্গে বসে সম্ভাব্য করণীয় ঠিক করতে হবে।’

এমএইচবি/ এফসি

আরও পড়ুন