• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৭:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ০৭:৩৭ পিএম

বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান নাঈম, বলছে আইসিসির র‌্যাংকিং

বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান নাঈম, বলছে আইসিসির র‌্যাংকিং
মোহাম্মদ নাঈম শেখ। ছবি : সংগৃহীত

অভিষেকের পর খেলেছেন মাত্র তিন ম্যাচ। যার মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন শেষ ম্যাচটায়। আগের দুই ম্যাচেও যে খারাপ করেছেন, তেমনও না। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে একমাত্র বাংলাদেশি নাঈমই। 

বাঁহাতি ওপেনার নিজের অভিষেক সিরিজে তিন ম্যাচে ৪৭.৬৬ গড়ে করেছেন ১৪৩ রান। প্রথম ম্যাচে ২৬, এরপর ৩৬, আর শেষ ম্যাচে ৪৮ বলে খেলেন ৮১ রানের দুর্দান্ত ইনিংস।

এই সিরিজের পরই আইসিসি প্রকাশ করেছে সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিং। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যেখানে তালিকার দ্বিতীয় স্থানে আছেন নাঈম। তার ওপরে আছেন শুধু মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ আছেন ২৯তম স্থানে। আর জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন নাঈম।সেরা পঞ্চাশের মধ্যে আছেন আর শুধু লিটন দাস, ৪১তম। সৌম্য সরকার ও মুশফিকুর রহিম আছেন যথাক্রমে ৫১ ও ৫২তম স্থানে।

এমএইচবি

আরও পড়ুন