• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ১১:০৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ১১:২৫ পিএম

লড়াই করেও ওমানের বিপক্ষে হারলো বাংলাদেশ

লড়াই করেও ওমানের বিপক্ষে হারলো বাংলাদেশ

 

কলকাতার যুব ভারতীয় ক্রীড়াঙ্গন যেন ফিরে এলো ওমানের মাসকটে। সীমিত সামর্থ্যের সবটা উজার করে আরও একবার বুক চিতিয়ে লড়লেন বাংলাদেশের ফুটবলার। র‌্যাংকিংয়ের তফাৎটা অনেক। ফিফার র‌্যাংকিং বলছে বাংলাদেশ ওমানের চেয়ে পিছিয়ে আছে ঠিক ১০০ ধাপ। 

তবে মাঠের ফুটবল দেখে তা বুঝার উপায় নেই। যদিও স্কোরকার্ড তা বলবে না। বাংলাদেশ ওমানের কাছে হেরেছে ৪-১ গোলে। তবে সমানে সমান লড়াই করেই হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে গোলরক্ষক আশরাফুল রানার দৃঢ়তায় ওমানকে রুখে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একে একে চার গোল হজম করলেও পাল্টা আক্রমনও করেছে জামাল ভূঁইয়ারা। 

আক্রমনের শুরুটা করেছিল বাংলাদেশই। ১০ মিনিটের সময় জামাল ভূঁইয়ার দূরপাল্লার শট থামিয়ে দেন ওমান গোলরক্ষক। ১৭ মিনিটে ওমানের ফুটবলারের নেয়া শট আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এরপরের মিনিটেই আরও একটি বল দারুণভাবে সেভ করেন তিনি। ২৬ মিনিটে আবারও দারুণ সুযোগ পেয়েছিল ওমান কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। 

৩০ মিনিটে আরও একটি দূর্দান্ত সেভ করেন আশরাফুল রানা। প্রতিপক্ষ ফুটবলারের ডি বক্সের বাইরে থেকে নেয়া শট ঠেকিয়ে দেন তিনি। ৩৫ ম্যাচে আবারও নিজের মুন্সিয়ানা দেখান আশরাফুল। মুসার দেয়া হেড বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে ঠেকিয়ে দেন লাল সবুজের গোলরক্ষক। এরপর ৪২ মিনিটে আরও একবার বাংলাদেশকে রক্ষা করেন গোলবারের অতন্দ্র প্রহরী রানা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৮ তম মিনিটে রানাকে পরাস্ত করেন ওমানের ফুটবলার আল খেলায়ফি। গোল খেয়ে যেন জেগে উঠে বাংলাদেশ। পাল্টা আক্রমন চালায় প্রতিপক্ষ রক্ষণে। তবে উল্টো ৬৮ ও ৭৮ মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা।  

৮১ মিনিটে ব্যবধান কমান বাংলাদেশের বিপলু আহমেদ। কিন্তু শেষ দিকে আরও এক গোল খেয়ে বসায় ৪-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

এমএইচবি

আরও পড়ুন