• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ১০:২৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ১০:২৬ এএম

ব্র্যাডম্যানকেও টপকে গেলেন মায়াঙ্ক 

ব্র্যাডম্যানকেও টপকে গেলেন মায়াঙ্ক 
বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক আগারওয়াল। ফটো : টুইটার

চলমান ইন্দোর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক আগারওয়াল। ৩৩০ বলে ২৮ চার ও ৮ ছক্কার মারে ২৪৩ রানের দাপুটে ইনিংস খেলার পর শেষ পর্যন্ত তিনি থামেন। এমন ইনিংস খেলার ফলে মায়াঙ্ক ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকেও টপকে গিয়েছেন।

অষ্টম টেস্ট খেলতে নামা মায়াঙ্ক ১২ ইনিংস ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম দুইটি ডাবল সেঞ্চুরি করে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন। টেস্টে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি করতে ব্র্যাডম্যানের ১৩ ইনিংস লেগেছিল। তার চেয়ে এক ইনিংস কম খেলে মায়াঙ্ক এই কীর্তি গড়ে ফেলেছেন।

তবে ব্র্যাডম্যানকে পেছনে ফেললেও, দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে দ্রুততম ব্যাটসম্যান হতে পারেননি মায়াঙ্ক। এ তালিকায় সবার ওপরে রয়েছেন ক্যারিয়ারের প্রথম ৫ ইনিংসেই দুইটি ডাবল সেঞ্চুরি করা সাবেক ভারতীয় বাঁ হাতি ব্যাটসম্যান বিনোদ কাম্বলি।

তালিকার চতুর্থ স্থানে আছেন ১৫ ইনিংসে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া সাবেক প্রোটিয়া ক্রিকেটার গ্রায়েম স্মিথ। ১৮ ইনিংসে এই কীর্তি গড়ে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের স্যার ওয়ালি হ্যামন্ড ও ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো। 

আরআইএস 
 

আরও পড়ুন