• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ১২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ০১:০১ পিএম

আইপিএল : লিনকে ছাড়লো কেকেআর, মিলারকে পাঞ্জাব

আইপিএল : লিনকে ছাড়লো কেকেআর, মিলারকে পাঞ্জাব
ক্রিস লিন ও ডেভিড মিলারকে নিলামে কোন দল কিনতে পারে সেটাই এখন দেখার বিষয়।

আগামী ডিসেম্বরেই কলকাতায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়াম প্রিমিয়ার লীগের (আইপিএল) ত্রয়োদশ আসরের নিলাম। তার আগে অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিন ও রবিন উথাপ্পাকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একইসঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাব ডেভিড মিলারসহ ৮ ক্রিকেটারকে ছেড়েছে।

লিন ও উথাপ্পা ছাড়াও আরও ৯ ক্রিকেটারকে ছেড়েছে কেকেআর। যার মধ্যে উল্লেখযোগ্য নাম এনরিখ নর্টজে, কার্লোস ব্রাথওয়েট, জো ডেনলি, কে সি কারিয়াপ্পা। তবে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হ্যারি গার্নে,  দীনেশ কার্তিক, কমলেশ নাগারকোটি, কুলদ্বীপ যাদব, লুকি ফার্গুসন, নীতিশ রানা, শুভমান গিলদের অবশ্য কেকেআর রেখে দিয়েছে।  

সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটার ছেড়ে দিয়েছে বিরাট কোহালির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যার মধ্যে রয়েছেন- ডেল স্টেইন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার। 

সবচেয়ে কম ৫ জন ক্রিকেটার ছেড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যার মধ্যে রয়েছেন- ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান, মার্টিন গাপটিল ও ইউসুফ পাঠান। 

নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স যুবরাজ সিং এবং লাসিথ মালিঙ্গাসহ ১২ জনকে ছেড়ে দিয়েছে, রেখে দিয়েছে ১৮ জন ক্রিকেটার। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০ ক্রিকেটারকে রেখে ছেড়েছে ডেভিড উইলি, স্যাম বিলিংস, মোহিত শর্মাসহ ছয়জনকে। দিল্লি ক্যাপিটালস ক্রিস মরিস, কলিন মুনরো, হনুমা বিহারীসহ নয়জনকে ছাড়লেও রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কা রাহানেকে নিয়েছে। 

আরআইএস 

আরও পড়ুন