• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ১১:৩৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ১১:৩৬ এএম

ইডেন টেস্ট : বিমান থেকে গোলাপি বল দেবে সেনাবাহিনী 

ইডেন টেস্ট : বিমান থেকে গোলাপি বল দেবে সেনাবাহিনী 
ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় দিবারাত্রির টেস্ট গোলাপি রঙের এসজি বলে অনুষ্ঠিত হবে। ফটো : গেটি ইমেজ

আগামী ২২-২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপাররা বাংলাদেশ ও ভারতের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবেন।

ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচকে স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ করে রাখার লক্ষ্যে এমন পরিকল্পনা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

সিএবির সচিব অভিষেক ডালমিয়া বলেন, প্যারাট্রুপাররা দুটি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেবেন। এ ব্যাপারে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সঙ্গে কথা হয়েছে।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ইডেন টেস্টের প্রথম তিনদিনের সব টিকেট শেষ হয়ে গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) তিনটি গোলাপি বল ইডেনে এসে পৌঁছেছে।

সূত্র : আনন্দবাজার 

আরআইএস  
 

আরও পড়ুন