• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০১৯, ০৫:১০ পিএম

আর্সেনালের কোচ উনাই এমেরি বরখাস্ত

আর্সেনালের কোচ উনাই এমেরি বরখাস্ত
উনাই এমেরি। ফটো : সংগৃহীত

কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল আর্সেনালের বাজে পারফরম্যান্সের কারণে দলটির কোচের দায়িত্ব থেকে উনাই এমেরি বরখাস্ত করা হতে পারে। গত বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইউরোপা লীগের ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুটের বিপক্ষে আর্সেনাল ২-১ গোলে হারের পর সেই গুঞ্জনের পালে জোরালো হাওয়া লাগতে থাকে।

শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি প্রমাণ হয়েছে। আর্সেনালের কোচের দায়িত্ব নেয়ার ১৮ মাসের মাথায় ব্যর্থতার দায়ে কাঁধে নিয়ে বরখাস্ত হলেন উনাই এমেরি। তার পরিবর্তে দলটির সাবেক মিডফিল্ডার ও সহকারী কোচ ফ্রেডি ইয়ুনবার্গকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) আর্সেনাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স বিবেচনায় তার (এমিরি) চলে যাওয়ার প্রয়োজন ছিল। ফ্রেডি ইয়ুনবার্গের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, সে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 

উল্লেখ্য, উনাইয়ের অধীনে সর্বশেষ টানা ৭ ম্যাচ জয়শূন্য আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগে ৫০ দিনেরও বেশি দিন ধরে গানাররা জয়হীন আছে। বর্তমানে লীগে তারা ৮ নম্বর অবস্থানে আছে।

আরআইএস 
 

আরও পড়ুন