• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ১০:২৫ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০১৯, ১০:২৫ এএম

আত্মঘাতী গোলে আস্তানার কাছে নাস্তানাবুদ ম্যানইউ

আত্মঘাতী গোলে আস্তানার কাছে নাস্তানাবুদ ম্যানইউ
ডাই শন বার্নার্ডের আত্মঘাতী গোলের পর আস্তানার ফুটবলারদের উল্লাস। ফটো : রয়টার্স

ইউরোপে লীগে কাজাখস্তানের ক্লাব এফসি আস্তানার বিপক্ষে আত্মঘাতী গোল হজমের মাসুল দিয়ে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ডের প্রাচীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আস্তানার মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটে অবশ্য রেড ডেভিলরাই এগিয়ে গিয়েছিল। লুক শয়ের পাসে বল পেয়ে জেসে লিনগার্ড ডি বক্সে ঢুকে পড়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। 

বিরতির পর ৫৫ মিনিটের মাথায় রোমান মুর্তাজায়েভের পাসে বল পেয়ে অতিথি দলের দুর্বল রক্ষণভাগের সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে সমতাসূচক গোলটি করেন দিমিত্রি শোমকো।

ম্যাচের ৬২ মিনিটে আস্তানার ডিফেন্ডার রুকাভিনার জোরালো শট ম্যানইউ ডিফেন্ডার ডাই শন বার্নার্ডের গায়ে লেগে দিল বদলে জালে জড়িয়ে যায়। এই আত্মঘাতী গোলের কারণেই হার নিয়ে মাঠ ছাড়ে ওলে গানার সোলসকায়েরের দল। 

এই ম্যাচে হেরে গেলেও ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের টেবিলের শীর্ষেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে, নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয় পাওয়া আস্তানা ৩ পয়েন্ট নিতে টেবিলের তলানিতে অবস্থান করছে।

আরআইএস  

আরও পড়ুন