• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৮:২৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৮:২৯ এএম

ইউরো ২০২০ ড্র : গ্রুপ অব ডেথে ফ্রান্স-পর্তুগাল-জার্মানি

ইউরো ২০২০ ড্র : গ্রুপ অব ডেথে ফ্রান্স-পর্তুগাল-জার্মানি
ইউরো ২০২০ এ এই ট্রফির জন্য লড়বে মূলপর্বে অংশ নেয়া ২৪টি দল। ফটো : এএস ডট কম

ইউরো ২০২০ আসরের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। অংশ নিতে যাওয়া ২৪টি দল ছয় গ্রুপে ভাগ হয়েছে। গ্রুপ অব ডেথ হয়ে যাওয়া ‘এফ’ গ্রুপে রয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এই শক্তিশালী তিন দলের গ্রুপ সঙ্গী হবে প্লে-অফের গ্রুপ ‘এ’ জয়ী একটি দল (আইসল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি)।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় বিকালে রোমানিয়ার বুখারেস্টে ইউরো ২০২০ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। 

আগামী বছরের ১২ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি দেশে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে ২৪টি দল। ১২ জুন রোমে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে স্বাগতিক ইতালি ও তুরস্ক। ১২ জুলাই, ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনাল দিয়ে মাসব্যাপী এই ফুটবল-যজ্ঞের পর্দা নামবে।

এ মাসে শেষ হওয়া বাছাইপর্বে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের ২০ দল। আগামী বছরের মার্চে হতে যাওয়া প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি চার দল।  

এ কারণে এবার গ্রুপ পর্বের ড্রয়েও ভিন্নতা ছিল। স্বাগতিক দেশগুলোর স্থান আগে থেকেই নিশ্চিত হয়ে ছিল। আয়োজক দেশগুলোর ভেতর আছে আজারবাইজান, ইংল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, রাশিয়া। প্রতিটি দেশের একটি করে শহরে অনুষ্ঠিত হবে ইউরো। আয়োজক দেশ হিসেবে সরাসরি বাছাই করার সুযোগ পায়নি কোনো দেশই, বাছাইপর্ব খেলে দলগুলোকে মূলপর্ব নিশ্চিত করতে হচ্ছে।

ইউরো ২০২০ এর গ্রুপ তালিকা : 

গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড

গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া

গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ডি জয়ী (জর্জিয়া, বেলারুশ, উত্তর মেসিডোনিয়া, কসোভো)। 

গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ সি জয়ী (স্কটল্যান্ড, ইসরায়েল, নরওয়ে, সার্বিয়া) 

গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে-অফ বি জয়ী (বসনিয়া, উত্তর আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড)

গ্রুপ এফ: পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, প্লে-অফ এ জয়ী (আইসল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি)। 

আরআইএস 

আরও পড়ুন