• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৪, ২০১৯, ০১:০৩ পিএম

বড় জয়ে শুরু ক্রিকেট দলের এসএ গেমস মিশন

বড় জয়ে শুরু ক্রিকেট দলের এসএ গেমস মিশন
সংগৃহীত ছবি

বাংলাদেশের টেস্ট খেলার অভিজ্ঞতা প্রায় দুই যুগের। বিপরীতে বাংলাদেশে অনুর্ধ্ব-২৩ দলের এসএ গেমসে প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপের ঝুলিতে আট টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। মাঠেও দেখা গেল তার প্রতিফলন। মালদ্বীপকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে এসএ গেমস মিশন শুরু করেছে টাইগার যুবারা। 

আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। ৮ম ওভারে রানআউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ২৮ বলে ৩৮ রান করেন নাইম। আরেক ওপেনার সৌম্যের ব্যাট থেকে আসে ৪ চার ও ২ ছয়ের ৩৩ বলে ৪৬ রান। এরপর ফিফটি থেকে মাত্র এক রান দূরে থামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ চার ও ৩ ছয়ের মারে ৩৮ বলে ৪৯ রান করেন তিনি। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান। 

জবাবে মালদ্বীপ অলআউট হয়েছে ৬৫ রানে। তানভীর ইসলাম একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ও মিনহাজুল আবেদিন আফ্রিদি ২টি করে উইকেট শিকার করেছেন। মালদ্বীপের পক্ষে ব্যাট হাতে দুই অঙ্ক পৌঁছাতে পেরেছেন মাত্র দুইজন। দুই ওপেনার আলি ইভান ১২ এবং আহমেদ হাসান করেছেন ১০ রান। আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। 

এমএইচবি

আরও পড়ুন