• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৪, ২০১৯, ১০:৩৫ এএম

ঘরোয়া লীগে নিষিদ্ধ মোবাইল, অপকর্ম ঢাকতেই এমন সিদ্ধান্ত!

ঘরোয়া লীগে নিষিদ্ধ মোবাইল, অপকর্ম ঢাকতেই এমন সিদ্ধান্ত!

কয়েক দিন আগেই নারায়নঞ্জে কামরাঙ্গীচর এবং ঢাকা রয়্যাল ক্রিকেটার্সের মধ্যেকার ম্যাচ শেষে মোবাইলে ধারণকৃত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায় পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদ করছেন ওই ম্যাচের বেশ কিছু ক্রিকেটার। মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই ভিডিও বেশ সাড়া ফেলে ক্রিকেটাঙ্গনে। 

এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভেশনে নিয়মিতই প্রমান মেলে ম্যাচ পাতানোর অভিযোগের। বিভিন্ন সময়ে ভিডিও ধারণ করা হয় মোবাইল দিয়েই। এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোন বহন। 

খেলার দিন ম্যানেজার ছাড়া আর কোন ক্রিকেটার, কোচ, অফিসিয়ালস, টিম বয় ও প্রতিযোগি দলের সাথে মাঠে যাওয়া আর কারো মোবাইল ফোন থাকতে পারবে না। এমন এক নিষেধাজ্ঞাই জারি করেছে সিসিডিএম। গত সপ্তাহের মোবাইলে ধারণকৃত ভিডিওর প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। 

আগামীতে এমন কোন ঘটনা ঘটলে আর কেউ তা মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে দিতে না পারেন, হয়তো সে কারণেই মোবাইল বহনে এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

এমএইচবি

আরও পড়ুন