• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ১২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ১২:০৫ পিএম

সোমা সোহেল ইতির পর স্বর্ণ জিতলেন সানা

সোমা সোহেল ইতির পর স্বর্ণ জিতলেন সানা
সংগৃহীত ছবি

আগের দিনের ছয় আর সোমবারের চার। সবমিলিয়ে দশ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নেপালে অনুষ্ঠিত এবারের এসএ গেমসে যাওয়ার আগে যে দুই ডিজিটের স্বপ্ন দেখছিলেন। তা একাই পূরণ করে দিলেন বাংলাদেশের আর্চাররা। 

প্রতিযোগীতার শেষ ইভেন্ট রিকার্ভ পুরুষ এককে বাজিমাত করেছেন রোমান সানা। এর আগে রোববার নারী দলগত ও মিশ্র রিকার্ভে স্বর্ণ জেতেন ইতি। সোমবার সকালে প্রতিপক্ষ ভুটানের প্রতিযোগী দেমা সোনমকে ৭-৩ পয়েন্টে হারান ইতি। দিনের শুরুতে সোমা বিশ্বাসের পর স্বর্ণ জিতেন সোহেল। শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সোমা। তারপর পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক জিতে নেন সোহেল রানা। আর্চারিতে এ নিয়ে ৯টি সোনার পদক পেলো বাংলাদেশ। আর সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণপদক হলো ১৮টি। 

বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটাই দেশের সেরা সাফল্য। আগেরটি ছিল ১৯৯৫ সালে মাদ্রাজে পাওয়া ৭টি সোনা। সানার স্বর্ণজয়ের মাধ্যমে ২০১০ সালে সর্বোচ্চ ১৮ সোনা জয়কে স্পর্শ করেছে এবারের এসএ গেমস।

আরও পড়ুন