• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ০২:০৭ পিএম

এশিয়ার সেরা গোলদাতা হওয়া হলো না বাংলাদেশের সোহেলের

এশিয়ার সেরা গোলদাতা হওয়া হলো না বাংলাদেশের সোহেলের
সংগৃহীত ছবি

শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না বাংলাদেশের সোহেল রানা। গত এএফসি কাপে উত্তর কোরিয়ার ক্লাবের বিরুদ্ধে করা বাংলাদেশি ফরোয়ার্ডের গোল জায়গা পেয়েছিল এশিয়ার সেরা গোলের ভোটে। তবে সোহেলকে পেছনে ফেলে সেরা হয়েছে ডাচ ফরোয়ার্ড ক্লকের গোলটি।

সোমবার (১২ ডিসেম্বর) পর্যন্ত ভোট দেয়ার সুযোগ ছিল দর্শকদের। যেখানে খুব কাছে গিয়েও জেতা হয়নি সোহেলের। ইন্দোনেশিয়ান ক্লাব পিএসএম মাকাসারের হয়ে ডাচ ফরোয়ার্ড ক্লকের লাওসের টয়োটা এফসির বিরুদ্ধে করা গোলটি দর্শকের ১৬৭১৩৪ ভোট পেয়ে সেরা হয়েছে।

যা মোট প্রদত্ত ভোটের ৪৮ ভাগ। আবাহনীর সোহেল রানা পেয়েছেন ১২৭১৪৫ ভোট, যা মোট ভোটের ৩৭ ভাগ। বাকি ৬ জন এদের কাছাকাছিও আসতে পারেননি।

এমএইচবি

আরও পড়ুন