• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ১০:০৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৪, ২০১৯, ১০:০৩ এএম

নতুনদের মেলা বসেছে ইংল্যান্ড দলে

নতুনদের মেলা বসেছে ইংল্যান্ড দলে
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে ওয়ানডে দলে রীতিমতো নতুনদের মেলা বসেছে। তবে সবচেয়ে বড় চমকটা এসেছে টি-টোয়েন্টি দলে। যেখানে নেই ইংলিশদের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট। 

গত জুলাইতে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ইংল্যান্ড। ওয়ানডে দলের প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন টম ব্যান্টন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ এবং ম্যাট পারকিনসন। আগামী ৪ ফেব্রুয়ারি কেপটাউনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাসের ১২ তারিখ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, প্যাট ব্রাউন, স্যাম কুরান, টম কুরান, জো ডেনলি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয় এবং ক্রিস ওকস।

দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, প্যাট ব্রাউন, স্যাম কুরান, টম কুরান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস এবং মার্ক উড।

আরও পড়ুন