• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০১:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৪, ২০১৯, ০১:৩৬ পিএম

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন ব্রাভো

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন ব্রাভো
ডোয়াইন ব্রাভো। ফটো : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙে মাঠে ফিরছেন বলে জানিয়েছেন ব্রাভো।

সম্প্রতি, বোর্ড ও জাতীয় দলের কোচিং প্যানেলে ব্যাপক রদবদলের পর ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব পান কাইরন পোলার্ড। তারপরই ব্রাভো এমন সিদ্ধান্ত নিলেন। 

বোর্ডের সাথে দ্বন্দ্বের জেরে ২০১৮ সালে জাতীয় দলকে বিদায় জানান তিনি। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ব্যস্ত ছিলেন ৩৬ বছর বয়সী এই তারকা। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ডোয়াইন ব্রাভো ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৬৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। ২০১৬ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্রাভো দুই বছর পর ২০১৮ সালে নিজের অবসরের ঘোষণা দেন। টেস্টে তিনি ২ হাজার ২০০ রানের পাশাপাশি নিয়েছেন ৮৬টি উইকেট। ওয়ানডেতে ২ হাজার ৯৬৮ রানের সঙ্গে নিজের পালকে যোগ করেছেন ১৯৯ উইকেট। টি-২০ তে ১ হাজার ১৪২ রান করার পাশাপাশি নিয়েছেন ৫২টি উইকেট। 

আরআইএস 
 

আরও পড়ুন