• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০৮:২১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৪, ২০১৯, ০৮:২১ পিএম

বিজয়ের মাসে বিজয় ঝড়ে ঢাকা প্লাটুনের বড় স্কোর  

বিজয়ের মাসে বিজয় ঝড়ে ঢাকা প্লাটুনের বড় স্কোর  
এনামুল হক বিজয়। ফটো : ফেসবুক

অবশেষে ব্যাট হাতে রানের দেখা পেলেন এনামুল হক বিজয়। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি তিনি তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৫ রান যোগ করে ঢাকা প্লাটুনকে বড় স্কোরের দিকে নিতে বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে সিলেট থান্ডার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করা প্লাটুনের সংগ্রহ ৪ উইকেটে ১৮২ রান। 

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে বিজয়ের মাসে ব্যাট হাতে ঝড় তুলে বিজয় জানান দিতে চাইলেন; এখনো তিনি ফুরিয়ে যাননি। আর তাই শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাট করে রানের চাকাকে সচল রাখেন। 

বিজয়ের মারকাটারি ব্যাটিংয়ের পাশে অনেকটাই শান্ত স্বভাবে ক্রিজে ছিলেন তামিম ইকবাল। ২৮ বলে ৫ চারের মারে ৩১ রান করে মোসাদ্দেক হোসেনের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে তিনি বিদায় নেন।

দলীয় ১১০ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিজয় আউট হওয়ার আগে নান্দনিক এক ইনিংস খেলেন। দেলোয়ার হোসেনের বলে মোসাদ্দেকের হাতে ধরা পড়ার আগে ৪২ বলে ৮ চার ও ১ ছক্কার মারে ৬২ রানের ইনিংস খেলে তিনি নিজের হারানো ফর্ম ফেরার বার্তা দিয়েই রাখলেন।

২১ রানের ইনিংস খেলা লরি ইভান্সও মোসাদ্দেকের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন, এক্ষেত্রে বোলার ছিলেন এবাদত হোসেন। জাকের আলী ১২ বলে ২ ছক্কার মারে ২০ রান করে বিদায় নেয়ার পর থিসারা পেরেরার ১১ বলে ১ চার ও ২ ছক্কার মারে ২৩ এবং ওয়াহাব রিয়াজের ৭ বলে ১৭ রানের অপরাজিত ক্যামিও ইনিংসের বদৌলতে ঢাকা বিশাল স্কোর পায়। 

সিলেটের পক্ষে একটি করে উইকেট পান নাঈম হাসান, এবাদত হোসেন, দেলোয়ার হোসেন ও মোসাদ্দেক হোসেন। 

আরআইএস 
 

আরও পড়ুন