• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৪, ২০১৯, ০৩:১৪ পিএম

বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে দৃশ্যমান 

বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে দৃশ্যমান 
ভারতে নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম দৃশ্যমান হচ্ছে। ফটো : রয়টার্স

ভারতে নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম দৃশ্যমান হচ্ছে। ১ লাখ ১০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে আগামী বছরের শুরুর দিকেই প্রথম আন্তর্জাতিক ম্যাচের আয়োজন হতে পারে। 

বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) চেয়ে এ স্টেডিয়ামে আসন সংখ্যা ১০ হাজার বেশি থাকছে। আহমেদাবাদে নির্মানাধীন স্টেডিয়ামটি তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। 

প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, আগামী মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

২০১৭ সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু হওয়া স্টেডিয়ামে থাকছে ৭০টির বেশি করপোরেট হাউজ, চারটি ড্রেসিং রুম, একটি ক্লাব হাউজ এবং অলিম্পিক মাপের একটি সুইমিং পুল।

বর্তমানে ভারতের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ৬৬ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন কলকাতার ইডেন গার্ডেন। অবশ্য বড় ধরনের পুনর্গঠনের আগে ইডেনের ধারণ ক্ষমতা ছিল ১ লাখ। টেস্ট র‌্যাংকিংয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ দল ভারতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য এক ডজনের বেশি স্টেডিয়াম রয়েছে। 

আরআইএস 
 

আরও পড়ুন