• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:৫৬ পিএম

বার্সায় ফিরছেন গার্দিওয়ালা!

বার্সায় ফিরছেন গার্দিওয়ালা!

মৌসুমটা একেবারেই ভালো কাটছে না পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটির। ১৬ ম্যাচ খেলে ১০ জয় ও ৪ হার এবং দুই ড্রয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ১৭ পয়েন্টে।

তাই তো একদিকে যখন ক্লপের সঙ্গে লিভারপুলের চুক্তি নবায়ন করা হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। সেই সময় গুঞ্জন ছড়িয়েছে সিটির ডাগ-আউট থেকে সরিয়ে দেয়া হতে পারে গার্দিওয়ালাকে। কিন্তু তিনি ক্লাব ছাড়লে কে নেবেন ইংলিশ লীগ চ্যাম্পিয়নদের? 

প্রথমে টটেনহ্যাম থেকে সদ্যই চাকরি হারানো মাউরোসিও পচেত্তিনোর কথা শোনা গেলেও। রোববার নতুন খবর বেরিয়েছে গার্দিওলাকে ছাড়া চলার পথে রজার্সই সবচেয়ে বেশি পছন্দ ম্যানসিটির। লিভারপুলের সাবেক এ কোচকে অবশ্য পেতে চাইছে ইপিএলের আরেক বড় ক্লাব আর্সেনালও। উনাই এমেরিকে ছাঁটাইয়ের পর গানাররাও হন্নে হয়ে ছুটছে কোচের খোঁজে।

সিটি ছাড়লে কোথায় যাবেন গার্দিওলা? এ প্রশ্নের উত্তরও পাওয়া গেছে এরই মধ্যে। পুরনো ক্লাবেই ফিরতে পারেন তিনি। পুরনো বলতে বার্সেলোনায়। ব্রিটিশ আরেক দৈনিক ‘দ্য এক্সপ্রেস’ বলছে, গার্দিওলাকে ফেরার প্রস্তাব দিতে প্রস্তুত হয়ে বসে আছে বার্সা।

এমএইচবি

আরও পড়ুন