• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০১:৪২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০২২, ০১:৪২ এএম

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা
ছবি ● সংগৃহীত

বিশ্বকাপে মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দাঙ্গা ছড়িয়ে পড়েছে। কয়েক ডজন দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।

ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে জানিয়েছেন, এতে একজন গুরুতর আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ক্ষুব্ধ সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এতে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম। আব্দুলহামিদ সাবিরি ও জাকারিয়া আবোখোলালের গোলে রেড ডেভিলসদের হারিয়ে দিয়েছে মরক্কো। আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট।

জাগরণ/খেলা/বিশ্বকাপফুটবল২০২২/কেএপি